হিরক খান, মেহেরপুরঃরবিবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানি মূলক মামলা করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন। ১হাজার টাকা অনাদায়ে আরও ৫ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বেঞ্চ সহকারী মোছাঃ শেফালী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন, আদালত সূত্রে জানা গেছে আসামীদের বিরুদ্ধে মারধর প্রাণনাশের হুমকি সহ কয়েকটি অভিযোগেs বাদী মোঃ হিফজ উদ্দিন একটি ফৌজদারি মামলা দায়ের করেন, কিন্তু বিচার শেষে আদালতের কাছে স্পষ্ট হয় যে বাদীর অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও হয়রানি মূলক এবং উদ্যেশ্যপ্রনোদিত ফলে আদালত আসামিদের খালাস প্রদান করে বাদীকে ৭দিনের কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন, আদালত আদেশে উল্লেখ করেন আসামিপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা হলে ও তা বাদী সাক্ষ্য দ্বারা প্রমাণিত করতে পারেনি, এমন কি বাদী নিজেই বলেছেন ২ ও ৩ নং আসামি ঘটনাস্থলে ছিলো না , জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে আদালত অভিমত ব্যক্ত করেন, ফৌজদারি ২৫০ ধারা অনুযায়ী মিথ্যা ভিত্তিহীন ও হয়রানি মূলক মামলা দায়ের করায় বাদীকে সাজা প্রদান করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।