হিরক খান, মেহেরপুরঃবঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা, সেলাই মেশিন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড মুহাম্মদ মুনসুর আলম খান।
জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা জাতীয় মহিলা সংস্থা উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা। এছাড়াও এসময়, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের, পৌর মহিলা লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র (তৃতীয়) রোকসানা কামাল রুনু, জয়িতা নেত্রী লিনা, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা রনি আহমদ,রাজিয়া সুলতান প্রমুখ বক্তব্য রাখেন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জনের মাঝে সেলাই মেশিন,১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।