মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধিঃবগুড়ার শেরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্হাবিবর রহমান। আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. সাবরিনা শারমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মুন্সি সাইফুল বারি ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. রায়হান পিএএ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির পাল। এছাড়াও উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওয়তায় দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।