মো. সিফাত হোসেন,পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালীর দুমকিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
০৮ আগষ্ট সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সরকারী জনতা কলেজ হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার (অ:দা:) ও রেজিষ্ট্রশন অফিসার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ দুমকি, মো: তারিকুল ইসলাম।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদে ১লা জানুয়ারী ২০০৭ এর পূর্বে যাদের জন্ম অর্থাৎ যারা ভোটার তালিকা হালনাগাদের বিগত কার্যক্রমে বাদ পড়েছেন তাদের তথ্য সংগ্রহ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হবে আগামী ১৭ আগষ্ট-২২ থেকে ০৭ সেপ্টেম্বর-২২ তারিখ পর্যন্ত। তথ্য সংগ্রহ করা শেষে ছবি তোলা শুরু হবে ১১ সেপ্টেম্বর-২২ থেকে ০৭ অক্টোবর-২২ পর্যন্ত।