জন্মিবার পরেই দেখি পৃথিবী ভাগ বাটোয়ারা হয়ে গেছে
করা গন্ডা বিগা শতংশে, নিজেকে হারিয়েছি নানান ভাগে,
নাম করণ -দেশ মহাদেশ জেলা বিভাগ কতো কি নামে
ভাগে ভাগে নিশ্চিহ্ন হয়েছি, নেই এখন নিজের অস্তিত্বে।
আমি যেখানেই পা রাখি সেটাই দেখি অন্যের জমি
আমি কি ভূমি হীন বেওয়ারিশ মনে মনে বারবার ভাবি,
প্রিয়ার ভালোবাসা বহুবার বহু আগে হয়ে গেছে বিক্রি
জীবন এখন জবরদখলে, হয়েছে অন্যের রক্ষণশীল ভূমি।
আঁকাবাকা অনেক চিত্রপট দেখেছি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে
একান্ত স্বাধীন প্রেম প্রেক্ষাপট কোথাও পাইনি খুঁজে,
শহরের কোলাহলে নিজের চিত্রপট সংকীর্ণ হয়ে গেছে
বারবার হারিয়ে ফেলি মনের জোড় আবার দাঁড়াই উঠে।
না পাওয়ার অন্তর জ্বালায় ফিরে আসি নিজের কাছে
নীরবে ফেরী করে আনা কষ্ট নিয়ে ধ্যান করি প্রতি মুহুর্তে,
বারবার হৃদয় খুন হয় আত্মঘাতী প্রেমিকের আঁখিতে
ক্ষত যুক্ত হৃদয় থেকে অবিরত রক্ত ঝরে প্রেম কাঁটা বিঁধে।
নগ্ন সময়ের নিষ্ঠুর আচরণ সুখ স্মৃতি সব দেয় ভুলিয়ে
অসুস্থ মন ডুকরে কাঁদে মন ভাঙা ঘন্টার কষ্টধ্বনি শুনে,
অনেক কঠিন প্রস্তর ফলক হয়েছি, চাপা বনে পুড়ে পুড়ে
এখন আর বিশ্বাস হয় না প্রেম দিতে কেউ থাকবে পাশে।
জীবন যুদ্ধ ময়দানে প্রেম উঁকি দিয়ে আবার যায় হারিয়ে
অন্তরে ধারণ করার সাথে সাথেই প্রেমের ডালি যায় পুড়ে,
জৈবিক হাতছানি দেখেছি প্রেম পরখ করে বুঝতে গিয়ে
কোথাও প্রেম নেই মরিচিকার ওড়াউড়ি সর্বত্র পাই খুঁজে।