জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষ উপলক্ষে ভেড়ামারাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে রুপ দিতে ভূমিহীন ও গৃহহীন পরিবার চুড়ান্ত যাচাই-বাছাইয়ের লক্ষ্যে যৌথ সভা আজ বুধবার সকাল ১০ টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার উক্ত সভায় সভাপতিত্ব করেন। কুষ্টিয়া জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। যৌথ সভায় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। যৌথ সভায় ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা প্রকৌশলী আবুল হাসেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আমিন, ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নান্নু খান, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা সিদ্দিক, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দসহ টাস্ক ফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় আগামী ২১ শে আগষ্ট পর্যন্ত প্রকৃত ভেমিহীন ও গৃহহীনদের আবেদনপত্র গ্রহণ করবে উপজেলা প্রশাসন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সম্মতি যুক্ত নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রকৃত ভূমিহীনদের মাঝে গৃহ বরাদ্দ দেয়া হবে। এই কার্যক্রমের আওতায় তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারদিগকে পূনর্বাসনের মাধ্যমে শীঘ্রই ভেড়ামারা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হবে। উল্লেখ্য, এই পূনর্বাসন প্রকল্পের আওতায় বাংলাদেশের ৫২ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। ভেড়ামারা উপজেলায় এখন পর্যন্ত ২৩৮ টি পরিবারকে পূনর্বাসনের জন্য গৃহ প্রদান করা হয়েছে।