মোঃ মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃভোলার লালমোহনে লিজা আক্তার (১৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার বদরপুর
ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চর কচ্চপিয়া গ্রামের বাবার বাড়িতে থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়।
লিজা ওই এলাকার মো: মহিউদ্দিনের মেয়ে।তার স্বামীর নাম তরিকুল ইসলাম হৃদয়।
গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায় , প্রায় ৬ মাস পূর্বে তার বিয়ে হয় নারায়ণগঞ্জ। কোরবানি ঈদের ছুটিতে বাবার বাড়িতে আসে। ঘটনার রাতে পরিবারের সকলে মিলে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে তার মা ঝর্ণা বেগম ডাকতে গেলে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়।
পরে তার চিৎকারে অন্যান্যরা এসে তাকে নিচে নামান।
স্থানীয় চৌকিদার আবুল কালাম, থানায় খবর দিলে বৃহস্পতিবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠানো হয়েছে।