রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জঃনতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার প্রয়াসে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বই বিতরন করেন, মাননীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।