বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
জৈন্তাপুর উপজেলায় বন্যার্ত অসহায় মানুষের মধ্যে এনআরবিসি ব্যাংক কর্তৃক উপজেলার অন্তত ২শত লোকের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
গত ১১ আগস্ট বৃহস্পতিবার সকালে এনআরবিসি ব্যাংক জৈন্তাপুর শাখার উদ্যােগে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়। জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ
নগদ অর্থ সহায়তা বিতরণ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক আব্দুল কাদের তালুকদার, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, এনআরবিসি ব্যাংক জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক শাহিন মো. শাহরিয়ার, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য রেজওয়ান করিম সাব্বির, যুবলীগ নেতা মাসুদ আহমদ, বিকাশ এজেন্ট হাফিজ মাওলানা মুহিবুর রহমান। এছাড়া এনআরবিসি ব্যাংক জৈন্তাপুর শাখার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।