উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়ায় নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সহোযোগী সংগঠন, কচুয়া প্রেসক্লাব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখা,কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
এসময় কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম তারেক সুলতান,কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক সিকদার আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক সিকদার কামরুল হাসান কচি,আজাদ হোসেন বালী সহ কচুয়া উপজেলা আওয়ামীলীগের সকল সহোযোগী সংগঠনের নেতা কর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরবর্তীতে কচুয়া উপজেলা পরিষদের সামনে থেকে শোক রেলী বের হয়ে কচুয়া বাজার জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে জাতির জনকের স্মরণে কচুয়া উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ, উপজেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করে। পরে আলোচনা শেষে পুরস্কার বিতারনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া দুপুর ২ টায় মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ পংকজ কান্তী অধিকারী ও মঘিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যগে মঘিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে জাতির পিতার স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছারাও কচুয়া উপজেলার সকল ইউনিয়নে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,বৃক্ষ রোপন সহ নানা কর্মসূচির মাধ্যমে কচুয়ায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।