রাকিব হোসেন, ঢাকাঃ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী মোহাম্মদপুরে দোয়া মাহফিল ও দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ৩৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
গতকাল সোমবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্য ৩৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল রানা স্বপন এর উদ্যোগে
দোয়া ও মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উওর সিটিকর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড জনপ্রিয় কাউন্সিলর জনাব আসিফ আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ লায়ন লতিফ, সাবেক সাধারণ সম্পাদক এডঃ জাহিদুল হক বাবুল, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রাজিব, ও ৩৩ নং ওয়ার্ড মোহাম্মদপুর থানা সাবেক সভাপতি জনাব মোঃ সোহাগ তালুকদার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। পরে অসহায় দুস্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।