
ভোলায় বাড়ছে ডেঙ্গুর থাবা: ২৪ দিনে আক্রান্ত ৫৮, স্বাস্থ্যবিভাগ সতর্ক

মোঃ আব্দুর রহমান (হেলাল) ভোলা প্রতিনিধি// ভোলা :২৩ জুন ২০২৫ উপকূলীয় জেলা ভোলায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন, চিকিৎসাধীন রয়েছেন ৭ জন। চলতি জুন মাসে এ পর্যন্ত মোট ৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য অতিরিক্ত ৪০টি শয্যা যুক্ত করা হয়েছে। এতে মোট শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ৯০টিতে। ভোলা সদর হাসপাতালেই গতকাল নতুন করে ভর্তি হয়েছেন ৫ জন রোগী। রোগীরা অভিযোগ করেছেন, হাসপাতালের পরিবেশ অত্যন্ত নোংরা ও টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী। সাংবাদিকদের প্রতিবেদন প্রকাশের পর গত কয়েকদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ভোলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জ্বর নিয়ে হাসপাতালে আসা রোগীদের মধ্যে প্রায় ২০ শতাংশের দেহে ডেঙ্গু শনাক্ত হচ্ছে। অতিরিক্ত গরম এবং জলাবদ্ধতার কারণে মশাবাহিত রোগটির বিস্তার দ্রুত হচ্ছে। চিকিৎসকরা বলছেন, শুরুর দিকে ঢাকাসহ অন্যান্য শহর থেকে আগতদের মধ্যে ডেঙ্গু দেখা গেলেও এখন স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছেন ভোলার মানুষ। পরিবারের একজন আক্রান্ত হলে যথাযথ সতর্কতা না থাকায় অন্যদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। এদিকে, ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌরসভার পক্ষ থেকে শুরু হয়েছে মশক নিধন অভিযান। ৬টি ফগার মেশিন এবং ৩টি স্প্রে ইউনিট দিয়ে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে ফগিং কার্যক্রম চালানো হচ্ছে। ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম জানান, “রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আক্রান্তদের সচেতন হওয়া সবচেয়ে জরুরি।” ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম বলেন, “ভোলায় ডেঙ্গু সংক্রমণ দ্রুত বাড়ছে। আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তাই হাসপাতালগুলোতে শয্যা বাড়ানো হয়েছে এবং মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।” সচেতনতা ও পরিচ্ছন্নতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ার—এ বিষয়ে সবার অংশগ্রহণ জরুরি বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।