মোঃ মহিউদ্দিন,ভোলা সদরঃআইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধের লক্ষ্যে লালমোহন থানার আয়োজনে আজ বৃহস্পতিবার ১৮ আগস্ট ২০২২ খ্রিঃ লালমোহন থানা মোড়, বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় সিসি ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনাব মাকসুদুর রহমান মুরাদ,অফিসার ইনচার্জ, লালমোহন থানা, ভোলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, মাননীয় সংসদ সদস্য ভোলা-৩, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), ভোলা।
লালমোহন থানাধীন লালমোহন থানা মোড়, বাজার ও বাসস্ট্যান্ড এলাকার নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মোট ২১ টি সিসি ক্যামেরা স্থাপনপূর্বক উদ্বোধন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সাধারন সম্পাদক জনাব আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগ আহ্বায়ক জনাব সফিকুল ইসলাম বাদল, বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ