কানাইঘাট প্রতিনিধিঃআজ কবি,লেখক ও গীতিকার মোবারক হোসেনের ৪৫তম জন্মদিন। ১৯৭৭ সালে ২০শে আগষ্ট জামালপুর জেলার সদর তাজপুর গ্রামে জম্মগ্রহন করেন। তার বাবার নাম কছের উদ্দিন মুন্সী এবং মাতার নাম ফুলেছা বেগম। তিনি ২০০১ সাল থেকে কবিতা, গল্প, উপন্যাস, গান এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক লেখা শুরু করেন। জামালপুর বার্তা, দৈনিক বাংলাদেশ, মানব জমিন, ইত্তেফাক সহ আরও অনেক প্রত্রিকায় তার লেখা প্রকাশ হয়। তার লেখা গান এই সময়ের জনপ্রিয় শিল্পী স্বাধীন বাবু সহ আরো অনেকে কন্ঠ দেন। তার প্রকাশিত বই- কাব্যগ্রন্থ- আত্নপ্রকাশ, কে যেন পোড়ায়, মানুষের মন। শিশুতোষ গল্পের বই- পশুপাখির রূপকথা, ভুত কিন্তু অদ্ভুদ, মামদু ভুতের নাতি, জ্ঞানগল্প। উপন্যাস- কাপুরুষ।এছাড়াও রয়েছে ইউটিউবে অসংখ্য তার কবিতার আবৃতি।তার ৪৫ তম জন্মদিনে তিনি তার পাঠক ও স্বজনের শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া চেয়েছেন।কবি ও গীতিকার মোবারক হোসেন যেন বাংলাদেশের সাহিত্যে তিনি যেন অবিচল থাকতে পারেন।