সারাদেশে

লালমোহনে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ সাইফুল ইসলাম আকাশ ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে ও ২৪ জুন মঙ্গলবার সকালে কালমা ইউনিয়নের ডাওরী বাজারে কালমা ইউনিয়নের জনগণের ব্যানারে দফায় দফায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন,মেহেদি হাসান সুজন, বাসু সর্দার, মোস্তফা কামাল, অলি হুজুর, আকতার, আরজু ও ইতি বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বর্তমানে মাদকের ছোবল বেড়েই চলেছে। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক পাওয়া যাচ্ছে। এতে এলাকার নারী পুরুষ, তরুণ ও কিশোর কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়েছে। এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীরা এই মাদক কারবারের সাথে সরাসরি জড়িত। ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। এজন্য দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বক্তারা পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। মানববন্ধনে ওই ইউনিয়নের ওই কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে। লালমোহন থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন,মাদক ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দীনকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে,বিষয়টি জেনেছি,সরজমিন পরিদর্শন করে শাহাবুদ্দিনের মাদকের সাথে সংশ্লীলতার বিষয়টি সত্যতা পাওয়া গেছে,লালমোহন থানা পুলিশের বিভিন্ন টিম অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার চেষ্টা চালাচ্ছে ‘আমরা তৎপর রয়েছে, অচিরেই অভিযুক্ত শাহাবুদ্দিনকে আইনের আওতে আনা হবে।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *