মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম মহোদয়ের তত্ত্বাবধানে, জনাব মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবং জনাব অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), স্যারদের দিক নির্দেশনায় মেহেরপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মেজবাহ উদ্দীন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে মেহেরপুর সদর থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে মেহেরপুর থানা পুলিশের একটি চৌকস টিম মেহেরপুর সদর থান এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের তথ্য জানতে পেরে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌছানো মাত্রই পুলিশ দেখে আসামী দৌড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ টিমের অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ ওয়াজেল শেখ (৬০), পিতা-মৃত আহম্মদ শেখ, গ্রাম- রায়পুর খন্দকার পাড়া, থানা- মেহেরপুর সদর, জেলা -মেহেরপুরকে ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে মেহেরপুর থানার মামলা নং-২৬, তাং-২২/০৮/২০২২ খ্রিঃ, ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ধারায় মামলা রুজু করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।