জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার ভেড়ামারার আলোচিত দানেজ হত্যা মামলার প্রধান আসামি জিয়া’র মাদক মামলায় ১০বছরের কারাদন্ড প্রদান করেছেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১’র বিচারক জনাব তাজুল ইসলাম। গত ২১শে আগস্ট আসামির উপস্থিতে বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন। উল্লেখ্য, ২০১৯সালের ১৩ নভেম্বর দুপুরে ভেড়ামারা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এলাকার ১২মাইলস্থ সোনার বাংলা হোটেলের সামনে থেকে ১০০বোতল ফেন্সিডিলসহ মাদকসম্রাট জিয়া আটক হয়। এব্যাপারে ভেড়ামারা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় ২০১৯ সালের ২৭শে ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশীট) প্রদান করা হয়। মাদক মামলায় ১০বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত জিয়া ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর বিলশুকা গ্রামের মৃত শামসুদ্দিন’র ছেলে। প্রকাশ থাকে যে, ২০২১সালের ১৭ ডিসেম্বর বিকেলে পূর্বশত্রুতার জেরে জিয়া’র নেতৃত্বে একদল সন্ত্রাসী এলাকার মৎস্যচাষী দানেজ আলীকে নৃশংস ও বর্বরোচিত ভাবে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে। পরের দিন ১৮ডিসেম্বর সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দানেজ আলী’র মর্মান্তিক মৃত্যু সংঘটিত হয়। এব্যাপারে দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামি জিয়া।।