
বোয়ালমারীতে সাবেক ইউপি মেম্বরের বাড়িতে জিম্মি করে ডাকাতি

আরিফুজ্জামান চাকলাদার ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে মালেক মোল্লা বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) গভীর রাতে ২ টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের পঞ্চিমপাড়া সাকেব মেম্বর মালেক মোল্লা ছেলে স্বর্ণকারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।এ ব্যাপারে বোয়ালমারী থানায় নাজির মোল্লা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মালেক মোল্লা ছোট ভাই লায়েকুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে জানালার গ্রিলের রড কেটে ঘরে মধ্যে ঢুকে ডাকাতি করে।ঘরের মধ্যে মালেক মোল্লার ছেলে ব্যাংক কর্মকর্তা নাজির মোল্লা একা থাকায় তাকে হাত পা মুখ বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লক্ষ টাকা,দশ ভরি সোনা ও এ্যান্ডুয়েট মোবাইল, ২০-২৫ টি জমির দলিল লুট করে নিয়ে গেছে। বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন,ডাকাতির সংবাদ পেয়ে মালেক মোল্লা বাড়িতে গিয়েছি,একটি লিখিত অভিযোগ পেয়েছি ব্যবস্হা গ্রহন করা হইবে।