সারাদেশে

কালিগঞ্জে বিএনপির আয়োজনে সাতটি কলেজ ছাত্রদলের নেতাদের সংবর্ধনা অনুষ্ঠিত

শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত উপজেলাধীন সকল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৫ টায় কালিগঞ্জ ব্রীজের দক্ষিণ পাশে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনু, কেন্দ্রিয় মহিলা দলের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝরনা, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডঃ আশেক ইলাহী মুন্না, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সাবেক যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী সাঁপুই, শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিক্কার সিদ্দিকী, সাবেক যুগ্ম আহবায়ক শেখ হাবিবুল্লাহ, শ্যামনগরের বিএনপি নেতা খান আব্দুস সবুর, কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাসক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, কালিগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি এসএম তাসকিন মেহেদী তাজ, রোকেয়া মনসুর মহিলা কলেজের সভানেত্রী মনিরা সুলতানা বৈশাখী, ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মজিদ,কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃরোকনুজ্জামান,সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, যুগ্ম আহ্বায়ক শরিফুল হালদার,আবুল হোসেন,১নং সদস্য কালাম হোসেন সবুজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম,উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃযুগ্ন আহ্বায়ক শাহাজান,সদস্য সচিব মারুফ বিল্লাহ সহ শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বৃষ্টি উপেক্ষা করে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহন করেণ।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *