নিজস্ব প্রতিবেদকঃ রাজনৈতিক বা ব্যক্তিগত যে কোন বিরোধ সমাজের একটি অংশ , এটা হরহামেশা আমাদের সমাজে চলার পথে অনেক সময় ঘটে । আর ক্ষুদ্র থেকে যে কোন বৃহৎ সৃষ্টি হওয়া পৃথিবীর আদি ইতিহাস থেকে অর্দ্যাবধি । হয়তো আমরা মানুষ আর কোন মানুষ ভুলের উর্ধেব নয় । আমাদের সমাজের ভুল, ত্রুটি গুলো ধরিয়ে দেয়া , সত্য বস্তনিস্ট সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের কাজ ।
সেই সত্য বস্তনিস্ট সংবাদ পরিবেশন করা নিয়ে যদি একজন সাংবাদিক শারীরিক নির্যাতনের শিকার হয় , তাহলে আমরা বুঝতে হবে এই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা কতটুকু , সরকার ও প্রশাসন যদি সাংবাদিকদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা না করতে পারে ! যাহারা সবসময় নিজেদের জীবন বাজি রেখে দেশ ও জাতির জন্য কাজ করে ।
সমাজের অসহায় নিপীড়িত জনগণের দুঃখ দুর্দশার কথা গুলো তুলে ধরে প্রতিনিয়ত । সরকারকে সহযোগিতা করে দুর্নীতিবাজ অপরাধীদের মুখোশ উন্মোচন করে । দেশের টাকা যাহারা লুটপাট করে অঢেল সম্পতির মালিক বনে যায় সাংবাদিকদের লেখনির মাধ্যমে সরকার সেই সব লুটেরাদের চিনতে ও জানতে পারে ।
এসব লেখালেখি একজন সাংবাদিকের কাজ , এই লেখা পক্ষে গেলে সাংবাদিক বাহবা পাবে আর বিপক্ষে গেলে সাংবাদিককে সন্ত্রাসী হামলা শিকার হতে হবে । আর বলাবাহুল্য এই সাংবাদিক নিপীড়ন, নির্যাতন দেশের যে কোন জায়গায় এখন রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে । দেশে প্রচলিত আইন আছে , তথ্য প্রযুক্তি আইন আছে , এখন একজন সাংবাদিক যদি অন্যায় করে বটেঃ । তাহলে আইনকে বৃদ্দাঙলি , অবজ্ঞা করে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আইন নিজের হাতে তুলে সাংবাদিককে পিটিয়ে জখম করতে হবে এটা কিসের ইংগিত বহন করে ? গণমাধ্যমের জন্য অশনিসংকেত নহে ।
সর্বশেষ এই হামলার শিকার হলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি মোঃ মিজানুর রহমান , তার নিজ এলাকায় । তার কি অপরাধ এটা আমরা দেশের সাংবাদিক জানতে চাই ? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । উক্ত ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে এর দ্রুত বিচার কামনা করছি