মোঃ সিফাত হোসেন,পটুয়াখালীঃপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু বন্ধু পরিষদ (শিক্ষক) কার্য নির্বাহী সংসদ -২০২২ এর সম্মানিত এক সদস্যের দলীয় মতাদর্শ তদন্তের লক্ষে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জনাব শাহ মোহাম্মদ সুমন এর নামে একটি মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর দলীয় মতাদর্শ নিয়ে অভিযোগ তুলেছে। তাঁর নাম সম্বলিত ছাত্রদলের একটি কমিটির কাগজ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সংবাদপত্র অফিসে প্রেরণ করেছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বঙ্গবন্ধু পরিষদের (শিক্ষক) কার্য নির্বাহী সভার সিদ্ধান্ত মোতাবেক রাতে এই তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটির আহবায়ক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, কমিউনিটি হেলথ এন্ড হাইজিন বিভাগের সহযোগী অধ্যাপক মি. লিটন চন্দ্র সেন ও একুয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন মন্ডল।
অভিযোগের বিষয়ে নিশ্চিত করে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী বলেন, এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে যাচাই- বাছাই করে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।