এস এম ফারুক আহমেদ,সখীপুর,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে শনিবার (০৩সেপ্টেম্বর) বিকালে ধুমকেতু মাঠে আরাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট/ ২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুর রাজ্জাক এমপি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা বলেন বাংলাদেশ নাকি খাদের পাড়ে রয়েছে, এমন বক্তব্যের সাথে দ্বিমত করে মন্ত্রী জানান আপনারাই খাদে পড়ে গেছেন শুধু নাকটা জেগে আছে, এবং আপনারাই নদীতে হাবুডুবু খাবেন।
তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন,এটা শেষ লড়াই নয় শেষ লড়াই হয়েছে ১৯৭১সালে মুক্তিযোদ্ধের সময়-এরপর যা হয়েছে তা হত্যাকান্ড।
আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ শওকত শিকদার এর সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্নামেন্টে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ড.আতাউল গনি,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডেসকো পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ইউএনও প্রকৌশলী ফারজানা আলম, সাবেক এমপি উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক অনুপম শাহজাহান জয় প্রমুখ।
খেলাটি উদ্বোধন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। ফাইনাল খেলায় ধনবাড়ি ফুটবল একাদশ ও সখিপুর ক্রীড়া ঐক্য একাদশ অংশগ্রহন করে। এতে এক গোলে বিজয়ী হয় ধনবাড়ি ফুটবল একাদশ।