এস এম ফারুক আহমেদ,সখীপুর,টাঙ্গাইল প্রতিনিধঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া বেত বাগানে চিতাবাঘের সন্ধান মিলেছে। আজ শনিবার (১০সেপ্টেম্বর) বিকেলে এ চিতাবাঘ বেতবাগানের মধ্যে একটি সুরু রাস্তায় বসে থাকা অবস্থায় দেখতেপান এলাকাবাসী। মুহূর্তের মধ্যে ওই চিতাবাঘের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করছে।
হতেয়া গ্রামের আব্দুল রাজ্জাক বলেন, কিছুদিন যাবৎ এলাকার অনেকেই দেখেছেন বেতবাগানে চিতাবাঘ। এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। আতঙ্ক এড়াতে উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
হতেয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন , উপজেলার হতেয়া এলাকায় চিতাবাঘের বিচরণ প্রায় তিন মাসের। এলাকার জনসাধারণের সর্তক অবলম্বন করে চলাচলের জন্য অনুরোধ করেছি এবং বেতবাগানে জনসাধারণকে প্রবেশ নিষেধ করেছি।
হাতীবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন, আজ বিকেলে কিছু শ্রমিক বেতকাটতে বাগানে গেলে চিতাবাঘ দেখতে পান। ভয়ে চিৎকার করে বাগান থেকে বের হয়ে আসে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম বলেন, বেতবাগানে চিতাবাঘের বিষয়টি দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।