আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়া,কক্সবাজার প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎ স্পর্শ হয়ে মুহাম্মদ মানিক নামের এক জন গুরুতর আহত হয়েছেন।
(১০ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যা ৮টার দিকে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের ফোরকান ফার্মেসীর উপর এই ঘটনা ঘটে।
আহত মুহাম্মদ মানিক টৈটং ইউনিয়নের ৭নং ওয়ার্ড ধনিয়াকাটা এলাকার মোক্তার আহমদের ছেলে ও ফোরকান ফার্মেসীর কর্মচারী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিক ফোরকান ফার্মেসীর উপরে বৈদ্যুতিক চেক করতে উঠলে ছেঁড়া তাঁর ছিটকে পড়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে গুরতর আহত হয়। ফোরকান ফার্মেসীর কেউ এগিয়ে না আসলেও রাস্তার বিপরীতে মক্কা হোটেলে থাকা বারাবাকিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন কয়েক জন যুবক নিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কিছুক্ষণ চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
প্রত্যক্ষদর্শী কৃষক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন,”আমরা মক্কা হোটেল থেকে দেখি ফোরকান ফার্মেসীর উপরে হটাৎ বিদ্যুতের শর্ট লেগে একজন চিৎকার চেচামেচি করছে ফোরকান ফার্মেসীর কেউ তাঁকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে না। আমি জাহেদ সহ কয়েক জনকে নিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রামে রেফার করে। দেখলাম কি অমানবিক তাঁর কর্মস্থল ফোরকান ফার্মেসীর কেউ এগিয়ে আসেনি।
ফার্মেসীর মালিক ফোরকান বলেন,আমি মানিকের সাথে চট্টগ্রাম যাচ্ছি।