রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ,নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জজেলার সোনারগাঁওয়ে জমি বিক্রি করতে গিয়ে দলিল লেখক কর্তৃক প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করলেন ভুক্তভুগী কুলসুম ও তার স্বামী। রবিবার ১১ সেপ্টেম্বর ২০২২ইং দুপুরে দলিলদাত্রী কুলসুম সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগে করেন।
অভিযোগ থেকে জানাযায় ১। মোসাঃ কহিনুর বেগম (২৬), স্বামী মোঃ শফিকুল ইসলাম, পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সাং বড় আলমদী, ইউপি-বারদী, এ/পি স্বামী মোঃ শফিকুল ইসলাম, সাং খৈইতারগাঁও, ইউপি-সনমান্দী, থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জ এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, বিবাদী আমার পূর্ব পরিচিতি সে আমার নিকট সম্পত্তি ক্রয় করিবে বলিয়া দরদাম করে।দরদাম চুরান্ত হওয়ার পর সোনারগাঁ থানাধীন চরভুলুয়া মৌজায় দাগ নং-সিএস ও এসএ-১৬১.আরএস-১৪৩ দাগে আমার নামে ০৪ শতাংশ এবং আমার স্বামীর নামে ০৪.৫০ শতাংশ সর্বমোট ৮.৫০ শতাংশ সম্পত্তি হইতে আমার সম্পত্তি হইতে .৫০ এবং আমার স্বামীর সম্পত্তি হইতে ৫০ শতাংশ দুই জনের মোট ০১ শতাংশ সম্পাত্তি (চৌহিতিঃ পূর্বে তোফাজ্জল, পশ্চিমে কুলসুম, দক্ষিণে আবুকালাম ও উত্তরে আবুল হোসেন নিজ দাতা দলিলে উল্লেখ পূর্বক) বিবাদীর নিকট বিক্রয় করি। বিবাদী আমার সরলতার সুযোগ নিয়া আমাকে না জানাইয়া গোপনে তাহার নিজেস্ব্য দলিল লেখক বিবাদী ২। মোঃ মামুন(৩৩), পিতা-নাজমুল, সাং কলতাপাড়া, ইউপি-সাদিপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জকে দিয়া
দলিল লিখিয়া দলিলে সম্পত্তির পরিমান ০১ শতাংশের পরিবর্তে ২ শতাংশ সম্পত্তি এবং চৌহিতি পরিবর্তন করিয়া রাস্তার সাথে আমার বিল্ডিং সহ ভরট বাড়ী লিখিয়া কৌশলে আমার নিকট হইতে ২
শতাংশ সম্পত্তির দলিলে স্বাক্ষর নিয়া উক্ত ২ শতাংশ সম্পত্তি রেজিঃ করে নিয়া যায়। পরবর্তীতে আমি খোজ খবর নিয়া উক্ত বিষয়ে অবগত হইয়া বিবাদীকে এবং দলিল লেখককে এই বিষয়ে জিজ্ঞাস্বা করিলে বিবাদীগণ ইং ০৬/০৯/২০২২ তারিখ বেলা আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় সোনারগাঁ উপজেলা সাবরেজিষ্টার
অফিসের সামনে তাহারা দলিল বাতিল পূর্বক আমার ১ শতাংশ সম্পত্তি ফেরত দিবে এবং চৌহিতি পরিবর্তন করিবে বলিয়া আশ্বাস দেয়। কিন্তু বর্তমানে
তাহারা আমার সাথে নানা ধরনের কথাবার্তা বলিয়া আমার বিল্ডিং সহ উক্ত সম্পত্তি দখল করিবে বলিয়া ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি প্রদান করে আসিতেছে। বিবাদীদ্বয় আমার সাথে প্রতারনা করিয়া আমার নিকট হইতে অতিরিক্ত ১ শতাংশ সম্পত্তি লিখিয়া নিয়া আত্মসাত করার অপচেষ্টা করিতেছে। উক্ত বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে মিমাংশার চেষ্টায় ব্যর্থ হইয়া আইনের সহায়তায়
প্রশাসনের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রার্থনা জানালাম।এই মর্মে থানায় অভিযোগ করেছে গার্মেন্টস কর্মী ভোক্তভোগী কুলসুম।