লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃবাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ( বিএনএফ) অর্থায়নে কিশোরগঞ্জ ওয়েপ’র উদ্যোগে বিনামূল্যে রিকশা ও ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে।১৩ সেপ্টেম্বর দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে সুবিধা ভোগীদের কাছে রিকশা ও ভ্যান হস্তান্তর করা হয়। ওয়েপ কিশোরগঞ্জ এর পরিচালক মিজানুর রহমান রিপন এর সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মহাব্যবস্হাপক মোঃ শাহরীয়া পারভেজ, কিশোরগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির আহমেদ। অনুষ্ঠানে বিনামূল্যে ৮টি রিকশা ও ১টি কভার ভ্যান বিতরণের মাধ্যমে ৯টি পরিবারকে স্বাবলম্বী করার এমন উদ্যোগের জন্য ” ওয়েপ” কিশোরগঞ্জ এর পরিচালক মিজানুর রহমান রিপনকে ধন্যবাদ ও অভিনন্দন জানান অতিথিরা। অনুষ্ঠানে উপজেলা পরিষদের অফিসারসহ- প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।