প্রশাসন

ডোমার আনসার ভিডিপি’র নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তরের উদ্যোগে রংপুর রেঞ্জ নীলফামারীর ডোমার উপজেলা চত্বরে আনসার ও ভিডিপি’র নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ শে জুলাই ) সকাল ১১টায় নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপনের শুভ উদ্বোধন করেন জেলা কমান্ডেন্ট মাজহারুল ইসলাম ভূইয়া। ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মান করা হবে বলে জানিয়েছেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শ্রী নরেশ চন্দ্র রায়। উপজেলা আনসার ভিডিপি’র অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলায় আনসার ভিডিপি’র কার্যালয়টি ঝুকিপূর্ণ একটি ভবনে, জীবনের ঝুঁকি নিয়ে আনসার ভিডিপি’র সদস্যরা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। আনসার সদস্যদের এমন পরিবেশ দেখে তাদের, বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তর ভবন নির্মানের জন্য ৩৬ লক্ষ টাকা বরাদ্দ দেন। নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষক আব্দুল আউয়াল,উপজেলা প্রশিক্ষক মুনিরা পারভীন মুন্নী । ইউনিয়ন দলনেতা রাকিব ইসলাম, আব্দুর রহিম, হাসান আলী, ওয়ার্ড দলনেতা সোহাগ চৌধুরী, সারোয়ার ইসলাম, রতন ইসলাম, আবু বক্কর, দলনেত্রী শারমিন আক্তার, মিনা বেগম,দীপা রায় সহকারী আনসার কমান্ডার আব্দুস সালাম, সহ সকল দলনেতা দলনেত্রী প্রমূখ উপস্থিত ছিলেন।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *