মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃকক্সবাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্তৃক আয়োজিত প্রতিরোধমূলক কর্মসূচি ‘নবজাগরণ’। ‘অপরাধকে না বলুন’-এ কর্মশালায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল লং বিচ হোটেল এর হল রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এম,পি।
বক্তব্য কালে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে কক্সবাজার ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে অপরাধের ঝুঁকিতে থাকা লোকদের চিহ্নিত করে এ প্রকল্পের আওতায় এনে সুন্দর, স্বাভাবিক জীবনযাপনের জন্য উৎসাহিত করা হবে। ‘অপরাধকে না বলুন’ স্লোগান নিয়ে অপরাধের ঝুঁকিতে থাকা তরুণদের স্বাবলম্বী করতে ভিন্নধর্মী এ উদ্যোগ গ্রহণ করতে হবে।
র্যাব জানায়, দেশের অপরাধ কমাতে বিশেষায়িত এ বাহিনীটি বিভিন্ন সময়ে অপরাধ পর্যালোচনা ও গবেষণার মাধ্যমে যে কর্মপরিকল্পনা করে থাকে তারই ধারাবাহিকতায় চালু করা হচ্ছে নতুন প্রকল্প ‘নবজাগরণ’।
অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকা মানুষকে এ প্রকল্পের আওতায় এনে বিভিন্নভাবে অপরাধ থেকে দূরে রাখতে পারলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে কমবে।
এ প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া, শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়া এবং বেকার ও স্বল্প উপার্জনকারীদের স্বাবলম্বী করার প্রয়াসও হাতে নেয়া হয়েছে। এতে প্রাথমিক পর্যায়ে পর্যটন নির্ভর পেশা হোটেল- রেস্টুরেন্টে সার্ভিস বয়, ফটোগ্রাফার, ট্যুরিস্ট গাইড ও ড্রাইভিংকে গুরুত্ব দেয়া হয়েছে।
এছাড়া পরিবারের নারী সদস্যদের জন্য সেলাই প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর মাধ্যমে পুরো পরিবার স্বাবলম্বী হবে।
‘নবজাগরণ’ হলো র্যাবের আর্লি ইন্টারভেনশন। এ প্রকল্পে যাদের নির্বাচিত করা হয়েছে, তারা এখনো অপরাধে জড়াননি। তবে জড়ানোর ঝুঁকিতে আছেন।
কর্মসূচিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তরুণ-তরুণীদের স্বাবলম্বী করতে তাদের হাতে বিশেষ এ প্রণোদনা তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ প্রধান ড. বেনজির আহমেদ,র্যাব মহাপরিচালক আবদুলাহ আল মামুন, জন নিরাপত্তা বিভাগের সচিব আক্তার হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান,সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম এম এ,কাজিন ফাতেমা আহমেদ, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ,জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম প্রমুখ্য।
এসময় উপস্থিত ছিলেন র্যাবে- ১৫ এর সিও লে.কর্ণেল খায়রুল ইসলামসহ জেলা পুলিশ ও র্যাবের উর্ধতন কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।