নাটোর প্রতিনিধি,মো:বিপ্লব তালুকদারঃনাটোরের নলডাঙ্গা উপজেলায় দু:স্থ্য নারীদের মাঝে সেলাই মেশিন, মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ, নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরন ও ক্ষুদ্র নৃ-গোষ্টিদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল এসব বিতরন করেন। এদের মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্টির ১০ জন উপকার ভোগিকে ঘরের চাবি, তিনজন মেধাবী শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ, ৫৬ জন দু:স্থ্য নারীকে সেলাই মেশিন এবং ১৯ হাজার টাকা করে ৭টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদানের চেক এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটবলসহ খেলা ধুলার উপকরন সামগ্রী প্রদান করা হয়। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকারের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, জেলা যুবলীগের সভাপতি বাসিসুর হমান খান এহিয়া চৌধুরী, আওয়ামীলীগ নেতা রঈস উদ্দিন রুবেল, তৌহিদুর রহমান লিটনসহ সরকারী বিভিন্ন্ দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি-সাধারন সম্পাদক, যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীগণ।