মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃহালনাগাদ ভোটার কার্যক্রম- ২০২২ এ কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ও চৌফলদন্ডী ইউনিয়নের রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার সময়সূচী ঘোষনা করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার ও হালনাগাদ ভোটার কার্যক্রম- ২০২২ এর রেজিস্ট্রেশন অফিসার শিমুল শর্মা পৃথক অফিস পত্রে এ সময়সূচি নির্ধারণ করেন।
ঘোষিত সময়সূচী মতে যাচাই-বাছাইয়ের পর ভারুয়াখালী ইউনিয়নের গৃহীত ফরমের আবেদনকারীদের ৩ ও ৪ অক্টোবর ছবি তোলা হবে। স্থানীয় আলী হোসাইন সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হবে।
অন্যদিকে উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্র চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী ছবি তোলার কাজ শুরু হবে ৬ অক্টোবর। চলবে ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা জানান, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলাকালে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে যাদের তথ্য সংগ্রহ করেছেন এবং উপজেলা বিশেষ কমিটি কর্তৃক বাছাইয়ে যাদের ফরম রিসিভ করা হয়েছে, তারাই নির্ধারিত দিন ও সময়ে ছবি তোলার সুযোগ পাবেন।