মিজানুর রহমান লাভলু,কানাইঘাট প্রতিনিধিঃ সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’। বৈশ্বিক এই আসরে অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখলো বাংলাদেশের ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম। প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে (১৫ পারা গ্রুপ) তৃতীয় স্থান অর্জন করেছে সে। বিরাট এই অর্জনে দেশব্যাপী নানা শ্রেণি-পেশার মানুষের প্রশংসার জোয়ারে ভাসছে তাকরিম। তাকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশের তাকরিম
তিনি বলেন, ‘সাবাস তাকরিম, দোয়া ও অভিনন্দন তোমায়। ওর তিলাওয়াতে একটা বিশেষ আবেদন আছে। রীতিমত মন ছুঁয়ে যায়। আমার ভালো লাগে খুব। সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক। তাকরিমরা বেশি বেশি জন্ম হউক এ ভূখন্ডে। ছড়িয়ে দিক কুরআনের সুধা বিশ্বময়। তাকরিমের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন,জসিম উদ্দীন (মেজর), ইকবাল আহমদ। হাফেজ তাকরিমের অভ্যর্থনায় মানুষের উপচে পড়া ভিড়। ক্ষুদে এ হাফেজকে শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক মুমিন রশীদ ,মাওলানা আসআদ উদ্দীন,মিজানুর রহমান (লাভলু)। তোমাকে নিয়ে গর্বিত আমরা। পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জনের মধ্যে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম ৩য় স্থান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। পুরস্কার হিসাবে পেয়েছে সাড়ে সাতাইশ লাখ টাকা। বিশ্বজয়ী কোরআনের সুমিষ্ট স্বরের পাখি হাফেজ তাকরীমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন বলেন, আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশকে পিছনে ফেলে আবারও বিশ্ব জয়ী হাফেজ ‘সালেহ আহমেদ ত্বাকরিম-এর ৩য় স্থান অর্জন। এমনই ইসলামের সোনালী আলোয় উজ্জ্বলিত কৃতি সন্তানদের মহিমায় মহিমান্বিত হউক আমার সোনার বাংলাদেশ। পরম করুণাময় তোমায় আরো গৌরবোজ্জ্বল জীবন দান করুন-আমিন।