হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ আসন্ন মেহেরপুর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রবিবার (২৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু আনসারের নিকট মনোনয়নপত্র জমা দেন
আগামী ১৭ অক্টোবর মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মনোনয়নপত্র প্রত্যাহার করায় দুইজন প্রার্থী বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু আনসার মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।