মোঃ কবির হোসেন,স্টাফ রিপোর্টারঃ মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞার তৃতীয় দিনে ভোলার বোরহানউদ্দিনের মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ২ জনকে আটক করে ভোলা জেলা মৎস বিভাগ, নৌপুলিশ, বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ।
রোববার (৯ই অক্টোবর) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেঘনা নদীতে জেলা মৎস বিভাগ , বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও নৌপুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন ।
আটককৃত ২ জেলেরা হলেন,আঃ মন্নান (৫৫) , মোঃ মোরশেদ (৩০) তারা উভয়ে উপজেলার হাসাননগর ইউনিয়নের বাসিন্দা। পরে আটককৃত ২ জেলেকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন । আটককৃত কারেন্ট জাল মেঘনা তীরে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়।
ভোলা মৎস্য কর্মকর্তা মোল্লা মোঃ এমদাদ উল্লাহ ও নৌ পুলিশের এসপি ড. আকতারুজ্জান বসুনিয়া জানান, আটকতৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং উপস্থিত মাছ ঘাটের নিকটবর্তী জেলেদের নিষেধাজ্ঞা সম্পর্কে সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা মৎস কর্মকর্তা মোল্লা মো. এমদাদ উল্লাহ , এসপি নৌ পুলিশ হেড কোয়াটারের এসপি অপারেশন এন্ড ইন্টেলিজেন্ট ড.আকতারুজ্জামান বসুনিয়া, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মন্নিু ইসলাম (ভারপ্রাপ্ত)উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আকন্দ,হাকিমদ্দিন নৌ পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।