রাকিব হোসেন,ঢাকাঃ জেসিআই ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সমাজের দরিদ্র সুবিধাবঞ্চিত ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর ব্রেষ্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা কর্মশালা এবং প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সচেতনতা প্রতিরোধ কর্মশালা পরিচালনা করেন,ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাপারসপিক এন্ড ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ প্রফেসর ড. তাপস কুমার পাল।ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের ডিপার্টমেন্ট অব অনকোলজীর জুনিয়ার কনসালটেন্ট ব্রেষ্ট ও ক্যান্সার সম্পর্কে স্কিনিং করেন ড. শামীমা আফরোজ তৃণা।
এসময় উপস্থিত ছিলেন, ক্রিকেটার ও বিশিষ্ট উদ্যোক্তা জেসিআই ঢাকা সেন্ট্রালের প্রেসিডেন্ট হাবিবুর রহমান জুয়েল ( হাবিবী জুয়েল)।
এতে উপস্থিত সকল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসক ও গবেষক রোগতত্ব অসংক্রমক রোগ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এবং রিচার্স ইন্সটিটিউট।
সেমিনারে ঢাকা জেসিআই সেন্ট্রালের প্রেসিডেন্ট হাবিবুর রহমান ( হাবিবী জুয়েল) বলেন, যেসকল রোগীদের রোগ সনাক্ত হয়েছে এবং ক্যান্সার সনাক্ত হয়েছে। তাদের চিকিৎসার জন্য জেসিআই ঢাকা সেন্ট্রাল থেকে উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, সকল মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। মানবিক ও মানবতার স্বার্থে সবসময় অসহায় দরিদ্রদের পাশে জেসিআই ঢাকা সেন্ট্রাল রয়েছে।