লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ জেলার হোসেনপুর উপজেলার সদ্যঘোষিত ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে হোসেনপুর উপজেলার সদরে এ ঘটনা ঘটে।জানা গেছে, সোমবার ১০ অক্টোবর সকাল ১১টার দিকে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হাসপাতালে মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সদ্য ঘোষিত কমিটির নেতাকর্মীরা। এ সময় পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছুড়াছোড়ি শুরু হয় । এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় উত্তোজিত নেতাকর্মীরা একটি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় পরস্পর পরস্পরের প্রতি দোষারোপ করছেন। পদবঞ্চিত ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন মঈন বলেন,অছাত্র,বিবাহিত এবং বিএনপি থেকে আগতদের নিয়ে কমিটি করা হয়েছে। আমরা বিক্ষোভ মিছিল বের করি। এতে আমদের উপর হামলা চালায় তারা।নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা হাসপাতাল প্রাঙ্গনে নবগঠিত কমিটির মিষ্টিমুখরতের সময় প্রতিপক্ষরা আমাদের উপর ইট-পাটকেল ছুড়ে।হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাসুদ আলম জানান,বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আছে।