মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে রানার্সআপ হয়েছে ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল। এতে চাম্পিয়ন হয়েছে নীলফামারী সদর উপজেলার কীর্ত্তনিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
সোমবার (১০ই অক্টোবর) বিকালে নীলফামারীর বড় মাঠে তথা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পরস্পর মুখোমুখি অংশগ্রহণ করে নীলফামারী সদরের কীর্ত্তনিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম ডোমারের দক্ষিণ আমবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়। এতে ডোমারকে হারিয়ে জেলা পর্যায়ে চাম্পিয়ন হয় নীলফামারী সদর।
পরে, চাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি এবং পুরষ্কার তুলে দেন—নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক মির্জা মুরাদ হাসান বেগ। এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহিদ মাহমুদ।
উল্লেখ্য, জেলা পর্যায়ের টুর্নামেন্টে ডোমারের দক্ষিণ আমবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ম রাউন্ডে জলঢাকার বালাগ্রাম ইউপি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং সেমিফাইনালে ডিমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে পদার্পণ করে।