রাকিব হোসেন,ঢাকাঃ সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফের মানববন্ধন-সমাবেশ করেছে শিক্ষার্থীদের সংগঠন ৩৫ প্রত্যাশী যুব প্রজন্ম বাংলাদেশ। সোমবার সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এই সমাবেশ ও মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে চাকরিপ্রত্যাশীরা বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী অবিলম্বে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণ এবং অতিদ্রুত ব্যাকডেট পদ্ধতি বাতিল করতে হবে।
আরিফুল ইসলাম নামে এক চাকরি প্রত্যাশী বলেন, আমরা সরকারের সকল পর্যায়ে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রাপ্তির জন্য। এর আগে আমরা গত ৯ সেপ্টেম্বর শাহবাগের জনসমাবেশে চরমভাবে পুলিশি নির্যাতনের স্বীকার হয়েছি। কিন্তু এই যৌক্তিক দাবি আদায় না হওয়া অবধি আমাদের থেমে যাওয়ার কোনো সুযোগ নেই।
চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের অন্যতম আহ্বায়ক সাজিদ সেতু বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট উল্লেখিত থাকার পরও আমরা এই প্রজন্ম এখন পর্যন্ত এই ইস্যুতে চরমভাবে উপেক্ষিত। কোনোভাবেই আমাদের দাবি দেনে নেয়া হচ্ছে না। বর্তমান সময়ে দেশের যুবক তরুণেরা ৩৫ এর এর দাবিতে রাজপথে কর্মসূচি দিচ্ছে।একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই- এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না। লাখ লাখ তরুণের বাঁচা মরার লড়াই।