মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের বারাদী-গাংনী সড়কে মোটর সাইকেল ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে।
মোঃ জাকিরুল ইসলাম মেসার্স সাহারিয়ার পেপার এন্ড ইস্টেনারীর ও পেন্টাগন ডিলার পয়েন্টের এস আর হিসেবে কর্মরত ছিলেন (২২) ও সজিব হোসেন নামের দুই জন আহত হয়েছে। আহতদেরকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে সাতটার সময় এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহত মোঃ জাকিরুল ইসলাম গাংনী উপজেলার ধানখোলা ইউপির ভাটপাড়া গ্রামের ভিটাপাড়ার মোঃ শাহাদাত আলীর ছেলে এবং মোঃ সজীব ইসলাম একই গ্রামের মোঃ কামরুজ্জামানের ছেলে।
জানা যায় ঘটনার সময় মোঃ জাকিরুল ইসলাম ও সজিব হোসেন মোটর সাইকেল যোগে ভাটপাড়া থেকে আমঝুপি আসার পথে বারাদী কলোনী পাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়।
স্থানীয় জনগনরা বলেন পাওয়ার টিলারে লাইট না থাকার কারণে এ ঘটনা ঘটেছে মনে করেন।
স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেরং সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদের দুজনের প্রথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রেফাড করা হয়। বর্তমানে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।