মোঃ কবির হোসেন,স্টাফ রিপোর্টারঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে শিক্ষক দম্পতির উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৬ ই অক্টোবর রোজ রবিবার দুপুর ১২ টায় উপজেলার স্কুল বাড়ি বাজারে বোরহানউদ্দিন দেবীরচর সড়ক এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন দেউলা শিবপুর দারুল আমান দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও দেউলা রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটি। এতে বোরহানউদ্দিন উপজেলার জমিয়তুল মোদারেচ্ছীনের নেতৃবৃন্দ , বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শত শত ছাত্র, ছাত্রী অংশ নিয়ে এ হামলার দ্রুত বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন , বোরহানউদ্দিন উপজেলা জমিয়তুল মোদারেচ্ছীন সভাপতি বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ উল্লাহ আনসারী , জয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা আঃ গণি , দেউলা শিবপুর দারুল আমান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা একে এম ইদ্রিস , দেউলা শিবপুর ছলেমা খানম মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হারুনুর রশিদ , চর গংগাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার , মাওলানা মোঃ মিজানুর রহমান সহ অন্যনা বক্তাগন ।
উল্লেখ্য গত ১১ই অক্টোবর রোজ মঙ্গলবার দেউলা দারুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইউনুছ(৫৫) ও তার সহধর্মীনি ফকির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাঃ ইয়ানুর বেগমের (৪৫) এর উপর গভীর রাতে দূর্বত্তরা হামলার করেন।