সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ কুড়িগ্রামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দুদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রোববার সলিডারেটি কার্যালয়ের অধ্যাপক শামসুন নাহার চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম রুমী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন সলিডারেটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, মহিলা সমিতির সভাপতি রওশন আরা চৌধুরী বেগম, তুহিন সুলতানা প্রমুখ।
কুড়িগ্রাম জেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি’র আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ শামীমা আক্তার জেমিন। দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গঠন করা হয় ২২ সদস্যের একটি নেটওয়ার্ক। নির্যাতিতদের আইনী সহায়তাসহ সব ধরণের সহায়তা করবে জেলা জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।