মাসুম বিল্লাহ,বগুড়াঃ বগুড়া জেলা পরিষদের নির্বাচনে শেরপুর উপজেলার সদস্য (৮নং ওয়ার্ড) পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজার রহমান ভুট্টো। তিনি হাতি প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন মোছা. শিল্পী বেগম (তালা মার্কা) পেয়েছেন ৪৬ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসায় এই নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে ১২০জন ভোটারের মধ্যে জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা প্রকৌশলী মো. লিয়াকত হোসেন এ ফলাফল ঘোষনা করেন।