এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটের পরিবেশ নিয়ে প্রার্থী ও ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন। প্রথমে ইভিএমে ভোট প্রদান করে জনপ্রতিনিধিরা স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। কেন্দ্রগুলোতে ভোটার ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় রয়েছে।
অন্যদিকে পরিবেশ সুষ্ঠু রাখতে পর্যাপ্ত পরিমান আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারের চেয়ে আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি বেশী রয়েছে বলে ভোটাররা বলেছেন।
সোমবার সকাল ৯টা থেকে সিরাজগঞ্জ জেলার ৯টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান ও দুইজন সদস্য নির্বাচিত হওয়ায় বাকী ৭টি পদে সদস্য ও ৩ পদে সংরক্ষিত নারী সদস্য পদে সবকটি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
৭টি ওয়ার্ডের সদস্য পদে ৩৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনে ১১শত ৯১ জন স্থানীয় সরকার জনপ্রতিনিধি ভোট প্রদান করবেন।
সংরক্ষিত নারী সদস্য প্রার্থী কামরুন্নাহার জানান, আমি একজন আওয়ামী লীগ পরিবারের সদস্য ও স্বামীর পরিবারেও আওয়ামী লীগ। উপজেলা-পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধির সাথে মা-ছেলের সম্পর্ক রয়েছে।
সব সময় তাদের সাথে সুসম্পর্ক রয়েছে। আশা করছি শতভাগ জয়ী হবো।
সদস্য প্রার্থী সিরাজ সরকার জানান, সুষ্ঠু পরিবেশে সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে। একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা আমাকে বেছে নিবেন বলে আশা প্রকাশ করি।
বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক জানান, সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছি।
জনপ্রতিনিধি হলেও এই প্রথম ইভিএমে ভোট প্রদান করেছি। তাতে খুব ভাল লেগেছে। তিনি আরো জানান, সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য মনে হচ্ছে কেন্দ্রগুলোতে ভোটারের চেয়ে আইনশৃংখলা বাহিনী বেশী রয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক সুন্দর ও সুষ্ঠভাবে ভোট প্রদান নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র্যাব-পুলিশসহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে। কোথাও কোন বিশৃংখলা দেখা দেয়নি।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন জানান, জনপ্রতিনিধি লাইন ধরে সুন্দর পরিবেশে ভোট প্রদান করছে। পরিবেশ শান্ত রয়েছে। শেষ পর্যন্ত শান্ত পরিবেশেই ভোট সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।