এসকে এম হুমায়ুন,নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাট জেলা পরিষদ নির্বাচন ২০২২ এ সদস্য পদে কচুয়ায় শেখ মনিরুজ্জামান ঝুমুর তার তালা প্রতীক নিয়ে ৫১ ভোট পেয়ে পুনরায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতী প্রতীক নিয়ে এ্যাডঃফকির মোঃনওরেশুজ্জামান(লালন) পেয়েছে ৪২ ভোট।
এছাড়াও সংরক্ষিত মহিলা আসন নং বাগেরহাট ২ এর সদস্য পদপ্রার্থী হিসেবে কচুয়া কেন্দ্রে এ্যাডভোকেট শরিফা হেমায়েত হরিণ প্রতীক নিয়ে পায় ৭০ ভোট।তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে অঞ্জলি রানী দাস পেয়েছেন ২৩ ভোট।
এদিনের অনুষ্ঠিত নির্বাচনে প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করেন কচুয়ার সিনিয়র মৎস কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন নির্বাচন অফিসার হিমাংশু প্রকাশ বিশ্বাস, উপজেলা আইনশৃঙ্খলা সমন্বয় ছেল এর সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী কমিশনার অনুজা মন্ডল,এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম সহ র্যাব,পুলিশ, আনসার ভিডিপি সদস্য সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।