মোঃ আরিফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে ফের সংবর্ধিত হলেন সাফ ফুটবল শিরোপা চ্যাম্পিয়নশীপ ২০২২ এর খেলোয়াড় পাহাড়ের পাঁচ ফুটবল কন্যা। একই সাথে দলের এক সহকারী কোচকেও সংর্ধনা দেয়া হয়েছে।
পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও ২৯৮ নং সংসদীয় আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।
তিনি পাহাড়ের এ নারী খেলোয়াড়দের অর্জনের প্রশংসা করেন। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়ন ও সর্বক্ষেত্রেই অংশগ্রহণ নিশ্চিতে কাজ করে যাচ্ছে। নারী খেলোয়াড়দের সফলতা বৃদ্ধি পাক এমনটাই প্রত্যাশা করেন এমপি।
পরে সংবর্ধিত নারীদের প্রত্যেককে ২ লাখ ১ হাজার টাকার চেক, ক্রেস্ট, তুলে দেন প্রধান অতিথি। একইসাথে খেলোয়াড়দের সহযোগিতা প্রদানে জেলা পরিষদকে আহবান জানান তিনি।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু আনুচিং, আনাই মগিনি ও মনিকা চাকমার বাড়ির পথের ব্রীজ-সড়কসহ উন্নয়নে সার্বিক প্রতিশ্রুতি দেন।
এর আগে আনুচিং মগিনি, আনাই মগিনি ও মনিকা চাকমা, রুপ্না চাকমা, ঋতুপর্ণা চাকমাকে নিয়ে খোলা জীপে করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করানো হয়।