রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁও,নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড সদস্য পদে সোনারগাঁওয়ে ৩৪ ভোট বেশি পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন আবু নাইম ইকবাল। তিনি পেয়েছেন ৮৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধী মোস্তাফিজুর রহমান মাসুম পেয়েছেন ৪৯ ভোট।
এছাড়া মহিলা সদস্য পদে শীলা রানী পাল টেবিল ঘড়ি পেয়েছেন ৮৩ ভোট, সাহিদা মোশারফ দোয়াত কলম প্রতিক পেয়েছেন ২৬ ভোট ও এ্যাডভোকেট নুরজাহান পেয়েছেন ২৩ ভোট। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন শুরু হয়। নির্বাচনে বিভিন্ন ধাপে নির্বাচিত জনপ্রতিনিধিদের মোট ১৩২ ভোটার ভোট প্রদান করেন।
জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড সোনারগাঁও থেকে সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।