লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীয়ত প্রার্থী মুক্তিযোদ্ধা,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. মো. জিল্লুর রহমান ৩য় বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় পার্টির প্রার্থী এড. আশরাফ উদ্দিন রেনু আনারস প্রতীকে পেয়েছেন ২৫৭ ভোট। ১৭ অক্টোবর সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।ভোট গণনায় কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৮টি পৌরসভা, ১০টি উপজেলা পরিষদ ও ১০৮টি ইউনিয়ন পরিষদের ১৫৫০ জন জনপ্রতিনিধি ভোট দিয়েছেন। অত্যান্ত সজ্জন ও সদালাপী এ্যাডভোকেট মো. জিল্লুর রহমান এর আগে দুইবার জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। এবার তিনি ৩য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন