মিজানুর রহমান লাভলু,কানাইঘাট প্রতিনিধিঃ সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১২নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মস্তাক আহমদ পলাশ। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে ৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের কানাইঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইভিএম এর মাধ্যমে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকেল ৩টার দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ জিলানী আন্ষ্ঠুানিক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ী মস্তাক আহমদ পলাশের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী নিকটতম প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য ইমাম উদ্দিন চৌধুরী (তালা) প্রতীকে ২৪ ভোট, সাংবাদিক এহসানুল হক (হাতি) প্রতীকে ০২ ভোট ও ফখরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ০১ ভোট পেয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ডে ১২০ জন ভোটারের মধ্যে ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একজন ভোটারের ভোটারলিস্টে অসামঞ্জস্য থাকায় তার ভোট প্রদান করা সম্ভব হয়নি।
১২নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী মস্তাক আহমদ পলাশ সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত একজন সদস্য। পূর্বে তিনি কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ফলাফল ঘোষণা শেষে মস্তাক আহমদ পলাশের সমর্থকরা ইউটিডিসি হলের সামনে আনন্দ মিছিল করেন। এ সময় বিজয়ী মস্তাক আহমদ পলাশ তাৎক্ষনিক বক্তব্যে বলেন, জেলা পরিষদের ১২নং ওয়ার্ডে সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। দলমতের উর্ধ্বে উঠে আমাকে বিজয়ী করতে যারা পরিশ্রম করেছেন এবং ভোট দিয়ে নির্বাচিত করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমার প্রতিদ্বন্দ্বি সকলের প্রতি অভিনন্দন জানাচ্ছি যাতে সবাই একসাথে কাজ করতে পারি। এদিকে সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১২ ও ১৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে বিজয়ী হয়েছেন মনিজা বেগম। তিনি ১২ ও ১৩নং ওয়ার্ডের দু’টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (হরিণ) প্রতীকে ১৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সোমবারের নির্বাচনের সার্বিক ফলাফলে ১২নং ওয়ার্ডের কানাইঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভোট কেন্দ্রে বিজয়ী মনিজা বেগম কাস্টিং ১১৯ ভোটরে মধ্যে ১০৩ ভোট এবং ১৩নং ওয়ার্ডের জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভোট কেন্দ্রে ৫৭ ভোট পান। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী সংরক্ষিত ১২ ও ১৩নং ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী (ফুটবল) প্রতীক ৭৫ ভোট পেয়েছেন। বেসরকারি ভাবে নির্বাচিত মনিজা বেগমের বাড়ি হচ্ছে কানাইঘাট উপজেলার ছত্রপুর গ্রামে। তার স্বামী সাব্বির আহমদ সুনামগঞ্জ সরকারি কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক। বিজয়ী মনিজা বেগম জেলা পরিষদের নির্বাচনে ১২ ও ১৩নং ওয়ার্ডের ভোটাররা তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।