হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অসহনীয় লোডশেডিং,দেশব্যাপী নির্বিচারে গুলি করে দলীয় নেতাকর্মীদের হত্যা এবং বেগম খালেদা জিয়াকে নির্বিচারে বন্দী করে রাখার প্রতিবাদে ২২ অক্টোবর খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপি আয়োজনে সোমবার (১৮ অক্টোবর ) বিকেল ৫ টার দিকে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে বিএনপির নেতৃত্ব আমরা ছিনিয়ে আনবো এবং মেহেরপুরে একটি শক্তিশালী ও যোগ্য নেতৃত্বের বিএনপি গঠন করবো। তিনি আরও বলেন, আমরা খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস করি, জিয়ার আদর্শকে বিশ্বাস করি। আমরা মনে করি তারেক রহমানের নেতৃত্বেই শেখ হাসিনা সরকারের পতন হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।
প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাড.নজরুল ইসলাম, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, মুমিন, নছর আলী, যুবদল নেতা ইসমাইল হোসেন, যুবদল নেতা ও জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, যুব দল সদস্য খাইরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, ছাত্রদল নেতা জয়নাল,পৌর ছাত্রদল নেতা ফুর্তি হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির নেতা সিরাজুল ইসলাম, মুজিবনগর উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন বাসিম প্রমুখ।
এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।