স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ মঙ্গলবার ১৮ অক্টোবর দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসনের অফিস কক্ষে নির্বাচিত অভিভাবক সদস্যদের উপস্হিতিতে উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক, বাজুয়া সসুরেন্দ্র নাথ কলেজের সাবেক ভিপি ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায় বিনা প্রতিদ্বদ্বীতায় স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হন।
এর আগে ১৩ অক্টেবর বৃহস্পতিবার অভিভাবক দের স্বতঃস্ফুর্ত ভোট দানের মধ্য দিয়ে সম্পন্ন হয়,নির্বাচন। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ১০ জন এর মধ্যে মহিলা সদস্য প্রর্থী দু’জন প্রতিদ্বদ্বিতা করেন। মোট পাঁচজন অভিভাবক সদস্য নির্বাচিত হয় এর মধ্য একজন মহিলা অভিভাবক।
নবনির্বাচিত সভাপতি মানস মুকুল রায় বলেন তিনি বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন.