তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ দেশের বৃহত্তম মাছের অভয়ারণ্য, রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে তিন লক্ষাধিক টাকার মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম(কোনাজাল)ও তাহিরপুর সদর বাজার হতে কারেন্টজাল জব্দ করা হয়।
আজ বুধবার তাহিরপুর সহকারী কমিশনার
(ভূমি)আসাদুজ্জামান রনি’র উপস্থিতিতে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুসারে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসময় সঙ্গীয় ফোর্স পুলিশের সহযোগিতায় তিন লক্ষাধিক টাকার ২ টি কেনাজাল ও সদর বাজার হতে কারেন্ট জাল জব্দ করে চারজনকে ৪০০ টাকা জরিমানা সহ ভোক্তা অধিকার আইনে দুই ব্যাবসায়ী কে ১৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আসাদুজ্জামান রনি বলেন টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।